বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
আব্দুর রাজ্জাক: আশাশুনি শোভনালী ইউনিয়নে বদরতলা ১নংওয়ার্ডের জামায়েত ইসলামীর উদ্যোগে বিভিন্ন হিফজ মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ১ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামের নিজস্ব কার্যালয়ে ওয়ার্ড সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ আংশিক আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ হাফেজ মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাসার।
বিশেষ অতিথি হিসাবে জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও ১নং শোভনালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসার মুহাতামিম ও ছাত্ররা।
উল্লেখ্য, বাঁকড়া, হাজিপুর, সরাপফুর, বদরতলা হিফয মাদ্রাসাগুলোতে ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।