বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা যুবদলের উদ্যোগে ছয় শতাধীক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার পটুয়াখালী লঞ্চঘাট চত্তরে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কন্বল তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাকসুদ আহম্মেদ বায়েজিদ পান্না মিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।