আলোচনা সভায় স্কুলের শিক্ষক গোলাম মোস্তফা ও উদয় কৃষ্ণ দাসের উপস্থাপনায় সভাপতিত্ব করেন পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসানুর রহমান হাসান, টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব সাধু, তোবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রি স্বত্বাধিকারী মীরশাহিন, সাতক্ষীরা পোল্টি ফিড হ্যাচারি এর সত্তা অধিকারী মোহাম্মদ আব্দুল মমিন, কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রাহান উল্লাহ, ডাক্তার তানিয়া সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
১০জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।
আলোচনায় বিশিষ্ট ব্যবসায়ী ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান শিক্ষার্থীদের বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে ও ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ তৈরী করতে না পারে সেই দিকে নজর রাখতে হবে। আরে কোন বৈষম্য সমাজে বাস্থবায়ন হবে না। এখন লেখাপড়ার কোন বিকল্প তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সবাই যে বড় চাকরি করবে এমনটা নয় তোমাদেরকে উদ্যোক্তা হতে হবে।