বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দুমকীতে মাদকের রমরমা কারবার! ঝুঁকছে কোমলমতি শিক্ষার্থীরা তারুণ্য মেলায় উদীচীর ব্যানার খুলে অগ্নিসংযোগ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা সিটি কলেজের বহিস্কৃত অধ্যক্ষ শিহাব উদ্দিন রিমান্ডে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আজমল উদ্দিন হ’ত্যা মামলায় গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধাদের সাথে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় জেলা আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের মাসিক সভা সাতক্ষীরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা  সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী সম্মেলন

সাতক্ষীরার সাবেক চেয়ারম্যান শওকতসহ ৫ জনের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিনিধি: জাল দলিল তৈরি এবং দলিল নষ্ট করার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শওকত হোসেন (৫৫)সহ ৫ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় অন্য আসামীরা হলেন, সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের নকলনবীশ অনল কৃষ্ণ রায় (৩৮), কলারোয়া উপজেলার মুরারিকাটা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে কাজী আবুল বাশার (৬৫), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু জাফর গাজীর ছেলে ইয়াছিন আরাফাত শাওন (৩৫), কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে এম এম শাহজাহান (৫৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত দলিল নং ৩০৭৭/১৯৯৩, ৪৫২০/১৯৯৩ এবং ৩৭৬১/১৯৯৫-এর জাল সার্টিফাইড কপি তৈরি করেন। এসব জাল দলিল মূল দলিল হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে বালাম বহি থেকে পাতা ছিঁড়ে নষ্ট করা হয়।

বিষয়টি ২০২৪ সালের ১৬ অক্টোবর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটনাটি ধরা পড়ে। নকলনবীশ মো. আবু বাশারত বিষয়টি সন্দেহ করে সহকর্মীদের জানান।

জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, ঘটনাটি যখন ঘটেছিল তখন আমাদের কমিশন ছিল না। থানায় অভিযোগ যাওয়ার পর তারা আসামিদের গ্রেপ্তার করে। পরে দেখা যায় এটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ। এ কারণে মামলাটি দুদকের হেড অফিসে পাঠানো হয়। হেড অফিসের অনুমতি সাপেক্ষে আমরা মামলা করেছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com