ফিরোজ হোসেন: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) দুপুর ২ টায় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি ও সাতক্ষীরা জজকোর্ট’র পিপি এড. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি এড. তোজাম্মেল হোসেন তোজাম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপি এড. অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা ‘ল’ কলেজের প্রভাষক এ্যাডভোকেট মোঃ শহীদ হাসান, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, এড. এবিএম সেলিম, এড. গোলাম গনি দুদু, এড. আবু সাঈদ রাজা, এড. শেখ শাহরিয়ার হাসীব, এড. শেখ আরিফুর রহমান আলো, এড. সিরাজুল ইসলাম (৫), এড. সোহরাব হোসেন সুজন, এড. মিজানুর রহমান বাপ্পি, এড. জিএম ফিরোজ হোসেন প্রমুখ।
এসময় জেলা আইনজীবী ফোরামের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।