admin
- ১৯ জানুয়ারী, ২০২৫ / ৪৪ Time View
আন্তর্জাতিক ডেস্ক: নিষেধাজ্ঞা চালুর কয়েক ঘণ্টা আগেই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের কার্যক্রম বন্ধ দিয়েছে যুক্তরাষ্ট্র।
রবিবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইউজাররা। তাদেরকে এই বার্তাটি দেখানো হচ্ছে, ‘দুঃখিত। এ মুহূর্তে টিকটকের সেবাগুলো চালু নেই। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন চালু করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এর অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারছেন না।’
যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।
শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধে দেয়া রায় পুনর্বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানালেও টিকটকের ভাগ্য নিয়ে আশার বাণী শোনান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপটি চালু রাখতে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।