শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দৈনিক জবাবদিহি সাতক্ষীরা পরিবারের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয় ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল সাতক্ষীরার পিপি আলমগীর আশরাফ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাতক্ষীরা সদর সাংবাদিক ক্লাবের সভাপতি মীর আবু বক্কার। এ সময়
আরো উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিপ্লব হোসেন, দৈনিক সোলানী কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান, দৈনিক জবাবদিহি পত্রিকার শ্যামনগর প্রতিনিধি শেখ সোহরাব হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, কলারোয়া প্রতিনিধি মোঃ আব্দুল আলিম, তালা প্রতিনিধি মো. জাকির হোসেন, আশাশুনি প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথিরা বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশ্যে দৈনিক জবাবদিহি পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।