শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সোনালী অতীত এফসি’র প্রাক্তন কৃতি খেলোয়াড়দের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার(১৭ জানুয়ারী) বিকাল ৪ টায় সাতক্ষীরা সিটি সেন্টারের হলরুমে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়। সভায় সাতক্ষীরা জেলার প্রাক্তন কৃতি ফুটবল প্লেয়ারগণ অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকনকে আহবায়ক ও ক্রীড়া ব্যক্তিত্ব কাজী কামরুজ্জামানকে সদস্য সচিব করা হয়।
অন্য সদস্যরা হলেন রেজওয়ান খান মুন্না, মিরাজুল ইসলাম খান, শেখ শরিফুল্লাহ, আহম্মেদ আলী সরদার, জাহিদ খান চৌধুরী, কাজী কবিরুল হাসান বাদশা, ইমাদুল হক খান, আলাউদ্দীন, মাকছুদার রহমান খান চৌধুরী সুজা, মাহবুবুর রহমান সরদার, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ মমিনুল হক কচি।
সভায় সাতক্ষীরার প্রাক্তণ স্বনামধন্য যেসকল ফুটবলার মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ্য খেলোয়ারদের জন্য বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাও. শাহাদাত হোসাইন।