admin
- ১৭ জানুয়ারী, ২০২৫ / ৯৫ Time View
শ্যামনগর প্রতিনিধি: মটর ভ্যানের ৪ টি ব্যাটারী ও ২ টি ভ্যানের মটরসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) শ্যামনগর থানার এসআই মুহাম্মদ কামরুল ইসলাম, এসআই চন্দন কুমার মন্ডল, এসআই এম সজীব আহম্মেদ সঙ্গীয় ফোর্সের তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, সাতক্ষীরা সদরের কুখরালী এলাকার আজগার গাজীর ছেলে জয়নাল আবেদীন(৩০), মোঃ ,পিতা- মোঃ নুর ইসলামের ছেলে আঃ রহমান(৩৪), শ্যামনগরের কাশীমাড়ী গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে শাহাজাহান কবির(৪০), সাং-কাশীমাড়ী, কাশিপুর গ্রামের আনছার সরদারের ছেলে আলমগীর সরদার বাবু(৪২)।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।’