বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে হোগলা খাল থেকে আব্দুল্লাহ রবি বকস শেখ (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি গ্রাম থেকে পুলিশ তার ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহের প্যান্টের পকেটে পাওয়া এনআইডি কার্ডে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রাম ও ডাকঘর ভেওয়ামারা উল্লেখ রয়েছে। এছাড়াও তার সাথে সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাট ভ্যানের পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) সহকারী লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কুম্ভুখালি হোগলা খালে যেখানে তার মরদেহটি ভাসছিল সেখানে ভাসার কথা না । কারণ খালটি স্রোতবিহীন ছিল। খালটির পাশ দিয়ে একটি পাকা সড়ক রয়েছে। পাশে বিদ্যুতের লাইন চলে গেছে। অদূরে একটি কালভার্টের কাছে একটি অর্ধ পোড়া শার্ট পরে আছে। ধারণা করা হচ্ছে বুধবার রাতে পরিবহনযোগে কুম্ভুখালী গ্রামে কোন ব্যক্তির মালামাল আনা হয়েছে। তখন আব্দু রবি বকস শেখ ওই পরিবহনের উপরে ছিলেন অথবা উপর থেকে কোন কিছুতে আটকে যাওয়ার পর তিনি তা দেখার জন্য পরিবহনের উপরে উঠেন। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করার সময় পকেটে একটি কাগজ পাওয়া গেছে। তাতে লেখা আছে আবদুল্লাহ, সিরাজগঞ্জ। সেই সূত্র ধরে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে