বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
এসভি ডেস্ক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে খাজরা ইউনিয়ন পরিষদের হলরুমে বি-পেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থার উদ্যোগে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুর ইসলাম বাচ্চু।
কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক মনিরুল ইসলাম এবং আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন ইউপি সদস্য, মোঃ রবিউল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ হাসমত ঢালী, রামপদ সানা, মোঃ আমিনুর রহমান, শিমুল হোসেন, মহিলা ইউপি সদস্যা তহমিনা বেগম, মোছাঃ রওশনারা সাংবাদিক নুরুল ইসলামসহ ইউডিএমসি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং অগ্রযাত্রা প্রকল্পের ইউনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কো-অর্ডিনেটর জোহুরা খাতুন মীরা, তিনি কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন।
এনজিও প্রতিনিধি অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ নুর হোসেন, তিনি ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য, কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন, ঝুকি হ্রাস কর্মপরিকল্পনা, সম্পর্কে বিস্তরিত আলোচনা করেন। কর্মশালায় সহযোগিতা করেন অগ্রপথিক মোঃ হাদিউর রহমান , বিলাল হোসেন । উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।