বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক গরীব-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ৪টার সময় জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়ান উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ার হোসেন, জয়নগর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান মোল্লা, বাজার কমিটির সহসম্পাদক রফিকুল ইসলাম, মহেশপুর ইউনিয়ন তহশিলদার মোঃ জাকিরসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে আগত সবাই কাশিয়ানী উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।