আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালকের কার্যালয়ে অভিযানের নেতৃত্বে দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম।
অভিযান শেষে দুদক কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে। এছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এমন তথ্যের সত্যতা আমরা পেয়েছি। এ বিষয়ে দিনভর মাঠ পর্যায়ে অভিযান চালিয়েছি। বাস্তব চিত্র কৃষি উপপরিচালককে জানানো হয়েছে। তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন। এখন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে। নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’