শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতৃবৃন্দ জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে শ্যামনগরে মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জে চলছে কারফিউ; আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ

ব্রিজের এপ্রোচ সড়ক না করে বিল তুলে নেওয়াই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে ঠিকাদরকে বিল পরিশোধ করার অভিযোগে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দন্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা মোতাবেক একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-( ১ ) তারিখ ১৩ জানুয়ারী ২০২৫।

গোপালগঞ্জ জেলা দুদকের কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার আসামীরা হলেন, জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মোঃ আনিছুর রহমান (৩৯)। বর্তমানে তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বরত। অপর আসামী মেসার্স হাবীব এন্ড কোং এর স্বত্তাধিকারী- এস.এম.হাবিবুর রহমান (৬৮)

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়কান্দি ব্রিজ হতে মাইজকান্দি খাল পর্যন্ত ০৩ টি ব্রিজসহ রাস্তা এইচবিবি করণ প্রকল্পের কাজ করেন আসামীগণ। তারা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণার মাধমে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন না করে চূড়ান্ত বিল দাখিল করে । এবং অসম্পূর্ণ কাজের বিল বাবদ ছয় লক্ষ তেত্রিশ হাজার সাত শত চুয়াল্লিশ টাকা উত্তোলন করে। যা ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক এবং বিশ্বাস ভঙ্গ অপরাধ। গত পহেলা জানুয়ারী দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার নির্দেশনা মোতাবেক দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ হতে জেলা পরিষদ, গোপালগঞ্জ আওতাধীন কাশিয়ানীতে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে ব্রিজ ব্যবহারের অনুপযোগী অবস্থায় ফেলে রাখার অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। সত্যতার প্রমাণ পাওয়ায় উক্ত টিম মামলা রুজুর সুপারিশপূর্বক প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকাতে পাঠানো হয়। এরই প্রেক্ষিত দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে মামলা রুজুর অনুমোদন পাওয়ার পর আজ ১৩ জানুয়ারি এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com