বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
জাহাঙ্গীর আলম: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সাতক্ষীরা পুলিশ লাইন্স ইনডোর প্লে গ্রাউন্ডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষত করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার সভানেত্রীডাঃ রোকেয়া আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হাসানুর রহমান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।