বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালীর ছোটবিঘাই অফিসের হাট বাজারে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ৭টি দোকান!
জানা যায়, গতকাল আনুমানিক রাত আড়াইটার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে! এতে নিমিষেই ছাই হয়ে যায় ৭ টি দোকান। এছাড়াও অন্য দোকান সুরক্ষার জন্য ভাঙ্গা হয় আরও তিনটি দোকান। এ ঘটনায় সর্বমোট ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় যুবক ইউনুস খান জানান, গতকাল রাত আনুমানিক আড়াইটায় হঠাৎ ই শুনতে পান মানুষের শোরগোল। ডাকাডাকি শুনে বাজারে এসে দেখতে পান দাউদাউ করে জ্বলছে আগুন। এতে দোকানগুলো পুড়ে যায়!
তৎক্ষণাৎ স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌছাবার আগেই শেষ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো!