বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসায় জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগের শুনানি গ্রহণের জন্য আরবি প্রভাষক মোঃ শফিকুল ইসলামকে নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আগামী ২০ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোঃ রুবেল হোসাইন পত্র প্রেরণ করেছেন।
ওই পত্রে উল্লেখ করেছেন ইতিপূর্বে আপনাকে অধিদপ্তর থেকে দুইবার শুনানীর জন্য ডাকা হলেও নানাবিদ কারণ দেখিয়ে অনুপস্থিত থেকেছেন যা চাকুরির শৃঙ্খলা পরিপন্থী। উল্লেখ্য মাদ্রাসার সভাপতি ও ভুমিদাতা (সাবেক সেনা সদস্য) ডাঃ মোঃ আব্দুল জলিল ইতিমধ্যে মাদ্রাসায় জাল- জালিয়াতি ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত আরবী প্রভাষক মোঃ শফিকুল ইসলামের নিয়োগ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। যার প্রেক্ষিতে এই শুনানির দিন নির্ধারিত হয়েছে।