বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের উপর হামলা মামলার বহুল আলোচিত তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে রমজান আলী সরদার(৩২) এর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবুল কালাম বাবলা। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুজাতা আমিন আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় ছেলে ও মেয়ের জন্ম নিবন্ধন করার জন্য সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে যান সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমান। এসময় নিজ ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রমজান আলী সরদার সাংবাদিক আক্তারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় সাংবাদিক আক্তারুল ইসলামকে বাঁচাতে সহকর্মী আতাউর রহমান এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে। সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের এলোপাতাড়ি আঘাতে জখম প্রাপ্ত আক্তারুল ইসলাম ও আতাউর রহমানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গত বছরের ১৯ ডিসেম্বর তালা থানায় একটি মামলা হয়।