সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রী ও নারী পুলিশ কনস্টেবলের লা’শ উদ্ধার টিপ ও চাদর পরিয়ে বহিরাগত যুবককে রুমে নিয়ে গেল জাবি ছাত্রী জবাবদিহি নিশ্চিতে গোপালগঞ্জের জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা একমুঠো খাবারের জন্য অসহায় বৃদ্ধা মায়ের হা’হা’কা’র শ্যামনগরের ভেটখালীতে অবৈধ দখল উচ্ছেদ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  কালিগঞ্জের মথুরেশপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ চুকনগরে ভ্যানে ধাক্কা দিয়ে বাস খাদে! সাতক্ষীরার মধুমোল্লারডাংগীর মফিজুল নি’হ’ত শ্যামনগরে প্রতিপক্ষের হা’ম’লা’য় নারী-পুরুষসহ আ’হ’ত ৩ সাতক্ষীরা সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মা’দ’ক’দ্রব্য ধ্বং’স করলো বিজিবি

সাতক্ষীরায় গণআন্দোলনের জোটের প্রীতিভোজ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় গণআন্দোলনের জোটের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শহর সমাজসেবা কার্যালয় সংলগ্ন অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। গণআন্দোলন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের আইন উপদেষ্টা অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষ এর সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক ও সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মুনসুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার (মাস্টার), বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাতক্ষীরা পৌর প্রাথমিক কমিটির আহবায়ক মোঃ বায়েজীদ হাসান, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান, প্রগতিশীল সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ বিশ্বাস, মানবাধিকারকর্মী স্বপন পান্ডে, কুমারেশ দাস প্রমূখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মাকর্সবাদী) এর সমন্বয়ক চিত্তরঞ্জন, সাতক্ষীরা জেলা জেএসডি এর সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব (বাবলা), এম রেজাউল করিম, কবি ও লেখক মনিরুজ্জামান মুন্না, তরুণ ছাত্রনেতা একরামুল হাসান নয়ন, আব্দুস সালাম, ফয়সাল প্রমূখ।
বক্তারা বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি। এছাড়াও ভূমিহীন সমিতি, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি, স্বাস্থ্য উন্নয়ন কমিটি, প্রগতিশীল সাংস্কৃতিক ফোরাম ও মানবাধিকার সংগঠন মিলে সাতক্ষীরায় সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার লক্ষে অন্ধকার দূর করে আলোকিত সুনাগরিক এবং বৈষম্যহীন সাম্যের সমাজ গড়ে তুলতে বুদ্ধিভিক্তিক প্লাটফর্ন হিসেবে গণআন্দোলন জোটের কার্যক্রম শুরু করেছি আমরা। তাদেরকে নিয়ে আজ প্রীতিভোজ অনুষ্ঠিত হলো, আগামী দিন সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com