admin
- ১১ জানুয়ারী, ২০২৫ / ৪৪ Time View
অনলাইন ডেস্ক: নাটোরে সিংড়ায় উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে সিএনজি চালকের কাছ থেকে ২০ টাকা চাঁদা নেওয়ার সময় জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতলী বাসস্ট্যান্ড সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করেন। চাঁদাবাজীর ঘটনায় অপর ভুক্তভোগী শরবত বিক্রেতা বাদী হয়ে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করে আসছিলেন তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় ১ মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করেছে ইউনুস আলী।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে তাকে দেখতে পেয়ে চাঁদা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলেন জিয়ারুল। এরপর সিএনজি চালক জিয়ার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকাসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, সিএনজি থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাদের নামে মামলা হয়। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।