admin
- ১০ জানুয়ারী, ২০২৫ / ৩৮ Time View
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী খুলনা জেলা ও দায়রা জজ হিসাবে বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার(০৯ জানুয়ারী) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ৪ তলার হলরুমে আইনজীবী সমিতির আহবায়ক এড. জি.এম লুৎফর বহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।
এড. মিজানুর রহমান পিন্টুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন এড. বাসারাতুল্যাহ আওরঙ্গী বাবলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এড. এম শাহ আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম আশিকুর রহমান, সিনিয়র এড. মোঃ আব্দুল মজিদ, সিনিয়র এড. একেএম শহিদুল্লাহ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এমদাদুল ইসলাম , সিনিয়র এড. শফিকুল ইসলাম খোকন, পিপি এড. আব্দুস সাত্তার, জিপি, এড. অসীম কুমার মন্ডল, নারী শিশু আদালতের স্পেশাল পিপি এড. আলমগীর আশরাফ, এড. শহিদুল্লাহ (২)
প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড. নুরুল আলম, জজশীপের সকল বিচারক, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বৃন্দ, আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং সকল আইনজীবীবৃন্দ।
এর আগে বিদায়ী আইনজীবী সমিতির পক্ষে ফুল দিয়ে তাকে বরণ করা হয় এবং সাতক্ষীরার স্মৃতি হিসেবে তাকে উপঢৌকন উপহার দেওয়া হয়।