নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুর্শিদ আলম, সদস্য সুদেব বিশ্বাস এবং মো. জাফর ইকবাল জানিয়েছেন, এই নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, সভাপতি পদে: মোঃ লুৎফর রহমান মন্টু, সহ-সভাপতি পদে: আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে: জয়নাল আবেদিন কিরন, সহ-সাধারণ সম্পাদক পদে: কুতুব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে: মোঃ গোলাম রসুল, কোষাধ্যক্ষ পদে: মোঃ মফিজুর রহমান ও মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে: ফিরোজ হোসেন, সদস্য পদে: রবিউল ইসলাম, কামরুল ইসলাম, বাবলু ইসলাম, মোঃ শাহাজান, আশিক ইকবাল রাসেল।
নির্বাচনী তপশীল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ: ৬ জানুয়ারি ২০২৫ (সকাল ১০টা থেকে দুপুর ২টা), মনোনয়নপত্র দাখিল: ৯ জানুয়ারি ২০২৫ (সকাল ১০টা থেকে দুপুর ২টা), মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, আপিল দাখিল: ১২-১৩ জানুয়ারি ২০২৫, আপিল শুনানি ও সিদ্ধান্ত প্রদান: ১৪-১৬ জানুয়ারি ২০২৫, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, প্রার্থীপদ প্রত্যাহার: ১৯ জানুয়ারি ২০২৫, প্রতীক বরাদ্দ: ২০ জানুয়ারি ২০২৫, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা: ২ ফেব্রুয়ারি ২০২৫ (সকাল ১০টা থেকে বিকেল ৩টা)।
ভোটগ্রহণের দিন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির প্রাঙ্গণে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।