বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ টিম ক্লাস অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় টিম ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার।
প্রধান অতিথি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সার্বক্ষণিক শ্রমিকদের পাশে থাকা এবং প্রত্যেক শ্রমিকের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ উপদেষ্টা মাওলানা নুরুল আফসার মুর্তজা।অন্যদের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন,প্রাক্তন মেম্বার খোরশেদ আলম,হযরত আলী, আবারুল ইসলাম,আইয়ুব রসুল,মইনুর হোসেন,তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। টিম ক্লাসে উপজেলার ১১ ইউনিয়নের পুরুষ ও মহিলা সভাপতি/সভানেত্রী ও সম্পাদক/সম্পাদিকাগন উপস্থিত ছিলেন।