সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
জাহাঙ্গীর আলম: ৩০০ পিছ ইয়াবা বড়িসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
মঙ্গলবার(৭ জানুয়ারী) বিকালে এসআই পিন্টু লাল দাস ও এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন বাকাল ব্রিজের উপর থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন দেবহাটার বালিয়াডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম(৪৫), বহেরা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে রফিকুল ইসলাম(৫৫) ও ইটাগাছা(পূর্বপাড়া) এলাকার মৃত রজব আলী সরদারের ছেলে সাজ্জাত হোসেন@বাবু(৫০)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের এএসআই বিএম তৌহিদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’