শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
এস এম মিজানুর রহমান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে বিদ্যুতের তারের স্পর্শে মুনছুর কাগুচী (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামের মৃত্যু আলী বকস কাগুচীর ছেলে।
ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক আটটার সময় মৃত ব্যক্তির গম ক্ষেতের পাশে ঘটনাটি ঘটে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শ্যামনগর থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় শ্যামনগর থানায় ইউডি মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, মুনছুর কাগুচী গত ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে তার গম খেতে ঘাস পরিষ্কার করতে যায়। ঘন কুয়াশার কারণে পাশের বিদ্যুতের তারে মুনছুর কাগজী খেত থেকে ওঠার সময় অসাবধানবশত বিদ্যুতের তারের স্পর্শে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মোল্লা হুমায়ুন কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মুনছুর কাগুচী মারা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্যামনগর থানায় ইউডি মামলা গ্রহণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে আসলে ব্যবস্থা গ্রহণ করা হইবে।