admin
- ৭ জানুয়ারী, ২০২৫ / ৪৮ Time View
এসভি ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়। এসময় অপহৃত ২১ বছর বয়সী এক যুবতীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩)। তারা শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, রবিবার সন্ধ্যায় রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসা ওই যুবতীকে বাড়ির সামনের রাস্তা থেকে সাত/আটজন বখাটে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা ভুক্তভোগীর মোবাইল ব্যবহার করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে গোমানতলীর একটি চিংড়ি ঘের থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করে এবং অপহৃত নারীকে উদ্ধার করে।
তিনি বলেন, ভুক্তভোগী যুবতী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাত/আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।