শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় হেলাতলা প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকান্ড আরও বেগবান করার আহবান জানান নেতৃবৃন্দ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে।
কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু।
যুবদল নেতা শফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, আবু জাফর, মেহেদি হাসান রাজু, রুহুল আমিন খোকন, শেখ ফরহাদ হোসেন তপু, প্রভাষক আরিফ মাহমুদ, আলমগীর কবির, সোহাগ বিশ্বাস, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, আব্দুস সালাম মেম্বার, শাহ আলম প্রমুখ।