সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক বখতিয়ার হোসেন বলেন, সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম থেকেই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার বোমা-বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করেনি। বর্তমানে সাতক্ষীরা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেটি একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র। স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে এ পকেট কমিটি করা হয়েছে। আমরা সাতক্ষীরার বিপ্লবী ছাত্র-জনতা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশকেই পাতানো ফাঁদে ফেলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার প্রধান সমন্বয়ক মোঃ ইমরান হুসাইন বলেন, সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন এবং যোগ্য ব্যক্তিদের কে অবমূল্যায়ন করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। কেন্দ্রীয় কমিটির প্রতি সম্মান রেখে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা ঢাকায় বসে যে কমিটি করেছেন আপনাদের উচিত ছিল সাতক্ষীরায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তারাসহ সবার সাথে কথা বলে সবার সাথে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা। আপনারা যদি রাজনৈতিক ব্যক্তিদেরকে বাদ দিয়ে কমিটি করতে চান তাহলে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সবাইকে বাদ দিতে হবে। কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তিদেরকে বাদ দিলেন এবং কিছু কিছু ব্যক্তিদেরকে রেখে দিলেন এমনভাবে না। এটা যদি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হয় তাহলে অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়েই করতে হবে। আর যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয় তাহলে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে করতে হবে। আমরা চাইবো নতুন করে সবার সাথে আলোচনা করে সংযোজন বিয়োজন করে এই কমিটির সংস্কার করা হোক।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিতে ত্যাগী এবং যোগ্য অনেককে রাখা হয়নি বরং বৈষম্যবিরোধী কমিটিতে বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় যে বা যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিলো তাদেরকে বাদ রেখে এই কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে যারা আছেন তারা অযোগ্য একথা আমরা বলবো না কিন্তু আরো বেশি যোগ্য ব্যক্তিরা আছেন যাদেরকে কমিটিতে রাখা হয়নি।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন রেখে তিনি আরও বলেন, আপনারা কেন্দ্রে বসে যাচাই-বাছাই না করেই যে কমিটি দিয়েছেন তা বাতিল করে সাতক্ষীরার আন্দোলনের সকল স্টেকহোল্ডারদের সাথে কথা বলে পুনরায় যাচাই-বাছাই করে নতুন করে কমিটি ঘোষণা করুন।
এদিকে সংবাদ সম্মেলন থেকে এদিন সদ্য ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি থেকে পদত্যাগ করেন অন্যতম যুগ্ম-আহবায়ক মোঃ ইখতিয়ার উদ্দিন, সায়েম রহমান সিয়াম, সদস্য এ.এইচ রিফাত, মুশফিকুর রহমান, মেহেদী হাসানসহ আরও কয়েকজন
সংবাদ সম্মেলনে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন এ.এইচ রিফাত, সায়েম রহমান সিয়াম, মাসকুরা পারভীন মৌ প্রমুখ
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইখতিয়ার উদ্দিন, মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন, মোঃ তানজিদুর রহমান, সাকিব হাসান, রাকিব হাসান, মোমিনুর রহমান, তুহিন হোসেন রিয়াদ, মিজান রহমান, আনারুল ইসলাম সান, সামিউজ্জামান শ্রাবণ, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান, তারিক ইসলাম প্রমুখ।