শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

সাতক্ষীরায় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

অনলাইন ডেস্ক: সাতক্ষীরায় অ‌ভিযান চা‌লি‌য়ে দু‌টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত। একই সা‌থে এক‌টি ভাটায় তৈ‌রি কাঁচা ইট ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে ও তিন‌টি ভাটার মা‌লিক‌কে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীর মেসার্স এম.এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় তার সা‌থে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, সদর উপজেলার তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়ে‌ছে। এসময় কোন বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় উপজেলার ভাড়ুখালীর মেসার্স এম.এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে, তিন মাসের জেল প্রদান করা হয়। একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

এছাড়া, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

প‌রে ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকসে অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একই সাথে বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত ভাটাগু‌লোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com