সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রী ও নারী পুলিশ কনস্টেবলের লা’শ উদ্ধার টিপ ও চাদর পরিয়ে বহিরাগত যুবককে রুমে নিয়ে গেল জাবি ছাত্রী জবাবদিহি নিশ্চিতে গোপালগঞ্জের জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা একমুঠো খাবারের জন্য অসহায় বৃদ্ধা মায়ের হা’হা’কা’র শ্যামনগরের ভেটখালীতে অবৈধ দখল উচ্ছেদ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  কালিগঞ্জের মথুরেশপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ চুকনগরে ভ্যানে ধাক্কা দিয়ে বাস খাদে! সাতক্ষীরার মধুমোল্লারডাংগীর মফিজুল নি’হ’ত শ্যামনগরে প্রতিপক্ষের হা’ম’লা’য় নারী-পুরুষসহ আ’হ’ত ৩ সাতক্ষীরা সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মা’দ’ক’দ্রব্য ধ্বং’স করলো বিজিবি

রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে রসুলপুর গ্রামে সার্কিট হাউজ মোড়ে মৎস্য অফিসের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মা মটরস ৮ দলীয় গাদন খেলার প্রতিযোগিতা।

বুধবার (১জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় গাদন খেলা শুরু হয়। একসময় এই খেলা ছিলো গ্রামীণ জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের আবর্তে খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে রসুলপুর জুনিয়ারদের আয়োজনে এই গাদন খেলার আয়োজন করা হয়। আর এ খেলা দেখতে শহরের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সব বয়সের অসংখ্য দর্শক।

মা মটরস ৮দলীয় গাদন খেলায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান খাঁন ছট্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, মোঃ নাছির উদ্দীন খান, খলিল সরদার মোঃ সাঈদ সরদার, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক ও মা মটরস এর স্বত্বাধিকারী জিল্লুর রহমান। রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলার আয়োজন কমিটিতে ছিলেন মোঃ শফি, মোঃ লতিফ, মোঃ আনিছুর রহমান, মোঃ আলম, মোঃ নাজমুল, মোঃ হাফিজুল, মোঃ শিমুল, মোঃ মোকলেছুর রহমান, মোঃ সাঈদ,বাবু প্রমূখ।

মা মটরস ৮দলীয় গাদন খেলা বিকাল থেকে শুরু হয়ে রাত ১১টায় ফাইনাল খেলার মধ্যেদিয়ে শেষ হয়। ফাইনাল খেলায় অংশ নেয় মেল্লিক পাড়া গাদন দল ও বাটরা গাদন দল। ফাইনাল খেলায় মেল্লিক পাড়া ২-০ গাদনে বাটরা গাদন দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলার শেষে পুরস্কার বিতারণ করেন চ্যাম্পিয়ান ও রানার্সআপদের একটি করে ছাগল উপহার দেওয়া হয়। গাদন খেলা শেষে উভয় দলের খেলোয়ারবৃন্দ গ্রামীণ ঐতিহ্যের এ খেলা দর্শকদের উপহার ও আনন্দ দিতে পেরে তারাও খুশি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com