শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

পাটকেলঘাটায় সাংবাদিককে মারপিট করে মোটরসাইকেল কেড়ে নিলো স্বেচ্ছাসেবক দলনেতা

জাহাঙ্গীর আলম: দৈনিক স্পন্দন পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য নাজমুল হাসান মিঠুকে মারপিট করে তার মোটরসাইকেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলামের বিরুদ্ধে।
সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক মিঠু মারাত্মক আহত হয়েছেন।
সাংবাদিক নাজমুল হাসান মিঠু বলেন, ‘সোমবার সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে অশোক ডাক্তারের জমি মাপযোগ করা হচ্ছিল। অশোক ডাক্তারের জমির পাশে আমারও জমি থাকায় সেখানে আমাকে ডাকলে আমি সেখানে যায়। ৬/৭ মিনিট সেখানে থাকার পরপরই শরিফুল ইসলাম ও মোশাররফ এসে আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে তারা বেদম মারপিট করে। এরপর আমি সেখান থেকে কোন রকমে দৌঁড়ে পালিয়ে আসি। এসময় আমার মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় সেখানে ছিল। পরে শরিফুল ও মোশাররফ আমার মোটরসাইকেলের তালা ভেঙে তারা মোটরসাইকেলটি নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম মারপিট ও মোটর সাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এখনতো শুধু মারপিট ও মোটরসাইকেল নিয়ে আসা হয়েছে। মিঠুর সাথে আমাদের এখনও অনেক হিসাব নিকাশ বাকি আছে। আর আমরা যে কাজ করেছি তা আমাদের উপরের মহল জানে।’
তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানার পর তার সাথে কথা বলেছি। তবে সে কোন কথা শুনতে চাইনা।
পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনুদ্দীন বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি বা এ ব্যাপারে কোন অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com