জহর হাসান সাগর, তালা: “নেই পাশে কেউ যার,সমাজ সেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সকাল ১০ টা সময় ম উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার পরিদর্শক(তদন্ত) সঞ্জয় কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।