admin
- ২ জানুয়ারী, ২০২৫ / ৪৭ Time View
এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা শুরা সদস্য ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার(২জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান,নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,মাওলানা আব্দুল বারী,প্রভাষক শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,উপজেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ শহিদুল ইসলাম,শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু,আফসার উদ্দিন খান প্রমুখ। বৈঠকে উপজেলার১১ইউনিয়নের সভাপতি-সেক্রেটারি,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি-সেক্রেটারি,যুব বিভাগের সভাপতি-সেক্রেটারি ও মহিলা জামায়াতের সভানেত্রী- সম্পাদিকা উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে সংগঠনের ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়।