আজ বুধবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ৩০ মাইল এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
ভ্যানচালক আমানুল্লাহ(৬৫) সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার বাবর আলীর ছেলে।
ভাইপো রুহুল কুদ্দুস বলেন, ‘আমার চাচা তালতলা এলাকা থেকে তুষ নিয়ে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকার অগ্রগতি সংস্থার সামনে পৌঁছানোমাত্র ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন তাকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার চাচা নিহত হন।’ তার ভ্যানটি দুমড়ে মুচড়ে গেছে। আমার চাচার ৪ মেয়ে। তার পরিবারটি এখন অসহায় হয়ে গেল।
হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছি। ইতিমধ্যে বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’