সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
মোস্তাকীম হোসাইন, ধুলিহর: সাতক্ষীরার ডি বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তি উৎসব-২০২৪ এর সম্মানি, ক্রেস ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডা.জাহারুল ইসলামের সভাপতিত্ব ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টার সময় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৮নং ধুলিহর ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন, তিনি বলেন বেসরকারি ভাবে এমন বৃত্তি উৎসব শিক্ষার্থীদের এবং অভিভাবকদের শিক্ষার প্রতি মনোযোগী করতে ভুমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু,সিটি কলেজের প্রভাষক আব্দুল ওহাব আজাদ, আশাশুনি কলেজের প্রভাষক শাহাজান কবির, ব্রহ্মরাজপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক,বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুজ্জামান রানা, নেহালপুর হাইস্কুলের শিক্ষক পলাশ কুমার সরকার, বাগডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত কুমার দেবনাথ, জাহানাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর কুমার সাধু, আব্দুল আহাদ শেখ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো.আব্দুল হাই।