সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রী ও নারী পুলিশ কনস্টেবলের লা’শ উদ্ধার টিপ ও চাদর পরিয়ে বহিরাগত যুবককে রুমে নিয়ে গেল জাবি ছাত্রী জবাবদিহি নিশ্চিতে গোপালগঞ্জের জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা একমুঠো খাবারের জন্য অসহায় বৃদ্ধা মায়ের হা’হা’কা’র শ্যামনগরের ভেটখালীতে অবৈধ দখল উচ্ছেদ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  কালিগঞ্জের মথুরেশপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ চুকনগরে ভ্যানে ধাক্কা দিয়ে বাস খাদে! সাতক্ষীরার মধুমোল্লারডাংগীর মফিজুল নি’হ’ত শ্যামনগরে প্রতিপক্ষের হা’ম’লা’য় নারী-পুরুষসহ আ’হ’ত ৩ সাতক্ষীরা সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মা’দ’ক’দ্রব্য ধ্বং’স করলো বিজিবি

রসুলপুরে বেপরোয়া চোর চক্র! আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পৌর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামে বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্র। গত চার মাসে রসুলপুর গ্রামে প্রায় শতাধিক হাঁস-মুরগি লুট ও ১০টি সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছেন, ৫ আগস্টের পর পুলিশি তৎপরতা শিথিলতার সুযোগে একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে সংঘবদ্ধ চোরচক্র। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। গত চার মাসে যারা এ চোরচক্র সিন্ডিকেটের কবলে পরে হাঁস-মুরগি,সাইকেল, টিওয়েল ,সহ বাড়ির আসবাপত্র চুরি হচ্ছে প্রতিনিয়ত।
ভুক্তভোগীরা বলেন, গতো কয়েকদিন চুরি হয়েছে রসুলপুর গ্রামের দিনমুজুরি হয়েত আলীর বাড়ি, দিনমুজুরি বাবলু মোল্লা,কাদের খান, দিপু খান, ফিরোজ,বজলু রহমান, মৃত্য নুনি খানসহ একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটছে।

গত ২৮ ডিসেম্বর রাতে রসুলপুর গ্রামে রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ফজলু রহমানের বাড়ির বারান্দা থেকে সংঘবদ্ধ চোরের দল সাইকেল চুরি করে নিয়ে যায় পরে ফজলু রহমান সাইকেল দেখতে না পেয়ে  চোর চোর বলে ধাওয়া করলে চোরের দল সাইকেলটি কবরস্থানে রেখে পালিয়ে যায়।

রসুলপুর গ্রামের ইজিবাইক চালক লিটন বলেন,গত ১২ নভেম্বারে আমার মুরগির কোটার থেকে ৫টি চিনির হাঁস চুরি হয়েছে।আরো বলেন যে ভাবে বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্র আমরা এখন আমাদের রাত হইলে নিরাপত্রাহীনয়তায় ভুগছি ।

রসুলপুর গ্রামের ইয়াছিন বলেন, আমাদের ইতিহাসে এমন চুরির ঘটনা ঘটেনি কখনও। তিনি এই চোর চক্রকে আইনের আওতায় এনে  চুরি রোধ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com