সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
এসএম মিজানুর রহমান, শ্যামনগর: বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার২০২৪ সালের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আল বারাকা হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার হজরত মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ ও দৈনিক যুগের বার্তা পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আনিসুর রহমান সুমন, বুড়িগোয়ালিনী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের ইমাম আলহাজ্ব রেজাউল করিম, সমাজসেবক আব্দুস ছাত্তার মোড়ল, হাফেজ মোহাম্মাদ আলী, আব্দুস সবুর, হাফেজ মোঃ জাকির হোসেন, মাওলানা রুহুল আমিন, ডাক্তার সরোয়ার হোসেন, প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হযরত মাওলানা আবুল হাসান।