admin
- ৩১ ডিসেম্বর, ২০২৪ / ২৮ Time View
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে আব্দুর রহমান আদর্শ একাডেমীতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার( ৩১ ডিসেম্বর ) সকাল ১০টা সময় অত্র বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিটা শ্রেণিতে কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথির উপস্থিত ছিলেন, নুর ইসলাম বিশ্বাস নুরু, যুবদলের যুগ্ম আহবায়ক ১২ নং খলিল নগর ইউনিয়ন, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টের ম্যানেজার সাংবাদিক জহর হাসান সাগর।
আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ পারভেজ়, সহকারী শিক্ষক মোঃ আবু নাঈম, সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান ,সহকারী শিক্ষক মোঃ আবু সাঈদ, সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান ও প্রধান শিক্ষিকা পারভিন নাহার কুমকুমসহ আরো অনেকে।
এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বলেন, আপনারা যারা ভাল রেজাল্ট করেছেন এবং যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন। যারা পুরস্কার পান নাই তাহারা আগামীতে ভালো লেখাপড়া করে পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করবেন এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানের জন্য কাজ করে যাবেন।