আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে(হাড়িভাঙ্গায়)বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মোঃ নজরুল ইসলাম সভাপতি ও মোঃ শাহরিয়ার শুভকে সেক্রেটারী করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গতকাল সন্ধ্যায় হাড়িভাঙ্গায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, কর্মপরিষদ সদস্য আফসার উদ্দিন খাঁন,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী আব্দুল হাই,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ খাঁন প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য নিম্নোক্ত কমিটি ঘোষণা করা হয়: সভাপতি-মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী মোঃ শারিয়ার শুভ, বায়তুলমাল সম্পাদক আঃ রহমান।
যুব বিভাগীয় সভাপতি ইনামুল হক এবং মোঃ আনারুল ইসলামকে শ্রমিক কল্যান সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট হাড়িভাঙ্গা ৮ নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন করা হয়।