শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
আব্দুর রাজ্জাক: দেবহাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সখিপুর ফাজিল মাদ্রাসায় সম্মেলনে উপজেলা সভাপতি মাও. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার।
প্রধান নির্বাচন কমিশন হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
সহকারী নির্বাচন কমিশনার দেবহাটা উপজেলা আমীর মাও. অলিউল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল গফফার। সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার এবং উপজেলা নির্বাহী সদস্যগণ এছাড়া ইউনিয়ন নির্বাহী সদস্যসহ ইউনিট সভাপতি ও সেক্রেটারীগণ। দ্বি-বার্ষিক সম্মেলনে দেবহাটা উপজেলার শ্রমিক কল্যাণ এর পুণরায় সভাপতি নির্বাচিত হন মাও. রুহুল আমিন। সেক্রেটারী হাফেজ আব্দুর রবসহ আলহাজ্ব মোক্তার হোসেন, সিরাজুল হক, আব্দুল আলিম, হাফেজ ক্বারী রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন, আজিজুল ইসলাম ও জুলফিকার আলী জুলু প্রমুখ।