admin
- ২৯ ডিসেম্বর, ২০২৪ / ১১৬ Time View
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হতে যানজট নিরসন পার্কিং এর নামে ট্রাক প্রতি ৫০ টাকা হারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ের প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত সংগঠনের অফিসিয়াল প্যাডে এ অভিযোগ দায়ের করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি জেলাতে দীর্ঘদিন যাবৎ ট্রাক মালিক এবং শ্রমিকদের সাথে সু-সম্পর্ক রেখে প্রতিনিধিত্ব করে আসছে। যার ফলশ্রুতিতে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ট্রাক মালিক সমিতির নিজস্ব অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের খাস জমিতে একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা সম্ভব হয়েছে। বর্তমানে ভোমরা স্থলবন্দরের কিছু স্বার্থান্বেষী মহল দেশে বিরাজমান রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী পরিস্থিতিতে বন্দরে আগত ট্রাক হতে যানজট নিরসন পার্কিং এর নামে ট্রাক মালিক এবং শ্রমিকদের বিভ্রান্ত করে জোরপূর্বক অবৈধ চাঁদাবাজি করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে ট্রাক মালিক এবং শ্রমিকদের মাঝে মারমুখি অবস্থান বিরাজ করছে। ভোমরা স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে অনতিবিলম্বে বন্দরে যানজট নিরসন পার্কিং এর নামে অবৈধ চাঁদাবাজি বন্ধের কার্যকরি ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অন্যথায় ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম এবং রাজস্ব আদায় ব্যাহত হওয়ার আশংঙ্কা বিরাজ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ভোমরার ব্যবসায়ী সংগঠন সিএন্ডএফ এর সাধারণ সম্পাদক আবু মুসা জানান, যানজট নিরসনের জন্য স্থানীয়রা এই উদ্যোগ নিয়েছে। ট্রাক প্রতি টাকা নেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি আরো জানান, স্থানীয় সাদ্দাম, মন্টু সহ কিছু যুবক যানজট নিরসনে কাজ করছে। তারা আমাদের মৌখিকভাবে জানিয়েছে।
সরেজমিনে ভোমরা স্থলবন্দর এলাকায় গেলে সেখান কয়েকজন বাংলাদেশি ট্রাক ড্রাইভার বলেন, চাঁদা না দিলে তারা ক্ষেপে গিয়ে নানা ধরনের হয়রানি করেন। তাই বাধ্য হয়ে তাদের চাঁদা দিতেই হয়।
এদিকে জেলা ট্রাক মালিক সমিতি অচিরেই এহেন চাঁদাবাজি বন্ধ করতে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।