এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনি সরকারি কলেজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।
শুক্রবার কলেজ মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি কলেজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন আলী, সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক জহুরুল ইসলাম, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক জি এম আকরাম হোসেন, আই বি ডব্লিউ এফ সভাপতি এ বি এম আলমগীর পিন্টু, ইউএনও অফিসের সি ও মাহবুবুর রহমান, নাজির ইমরান হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসাইন, প্রাক্তন মেম্বার আব্দুর রহিম, সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আশাশুনি সরকারি কলেজে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করায় শিক্ষকদের পক্ষে ক্লাস নেওয়া এবং শিক্ষক ও ছাত্রদের যাওয়া আসার সমস্যার বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে কলেজ কর্তৃপক্ষ অবহিত করেন। তিনি বিকল্প ব্যবস্থা নেয়ার চেষ্টা করবেন বলে কলেজ কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।