admin
- ২৬ ডিসেম্বর, ২০২৪ / ২৯ Time View
অনলাইন ডেস্ক: সরকার, শেখ হাসিনার ও তার দোসরদের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুনের ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চারদিকে শোনা যাচ্ছে, একটা রাজকীয় দল করার চেষ্টা চলছে।
কারা কোন রাজনৈতিক দল করবেন সেটা যদি কেউ ঠিক করে দেয় তাহলে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি থাকলো -তা নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, দেশের মানুষ এসব মেনে নেবে না। মইনুদ্দিন ফখরুদ্দিন এরশাদ ও হাসিনার মতো একই সংস্কৃতি পুনরাবৃত্তি যদি হয়, তাহলে পরিবর্তন কোথায় এলো? সংস্কারের যে কি রূপ হবে, কোন দিকে যাবে তা ঠিক বোঝা যাচ্ছে না। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের কমিটির গঠন করে তদন্তের দাবিও জানান তিনি।
অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, কীভাবে বন্ধ সচিবালয়ে আগুন লাগে, জনমনে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টাদের এমন কোন কথা বলা উচিত নয় যাতে ড. মুহাম্মদ ইউনূসের সম্মানহানি হয়। এমন কথা বলা উচিত যাতে হাসিনা সরকারের দুর্নীতির বিষয়ে তথ্য আসে।