সোমবার, ১৬ Jun ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
আব্দুর রাজ্জাক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উত্তর আদর্শ উপজেলা শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় কালিগঞ্জ উপজেলা নলতা ঐশী অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষা বৈঠকের থানা সভাপতি শেখ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া ইউনিভার্সিটি সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা নাজমুস সাদাত।
প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নলতা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব।
আরো আলোচনা পেশ করেন ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃরফিকুল ইসলাম রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী মোঃমারুফ বিল্লাহ প্রমুখ।