admin
- ২৬ ডিসেম্বর, ২০২৪ / ১৫১ Time View
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নারী ও শিশু আদালতের সাবেক পিপি, শ্যামনগর উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি জগলুল হায়দারের ভাই জহুরুল হায়দার বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার(২৫ ডিসেম্বর) খুলনার আমতলা পশ্চিম বানিয়া খামার এলাকায় জহুরুল হায়দার বাবুর নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জহুরুল হায়দার বাবু শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কাজী বাবুল হোসেন সাতক্ষীরা ভিশনকে বলেন, ‘শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের হাসান মিয়া নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় (মামলা নং ২৭) তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।’