শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

বাগদা রেনু আহরণ করে জীবিকা নির্বাহ করছেন সুন্দরবন উপকূলীয় অসহায় নারীরা!

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: উপকূলীয় মাদার নদী, খোলপেটুয়া নদী, কপোতাক্ষ নদী, মালঞ্চ নদী, চুনা নদী ও নাম না জানা অধিকাংশ নদীগুলোতে গরীব অসহায় নারীরা নেটজাল দিয়ে বাগদা রেনু আহরণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন। তাদের মধ্যে অধিকাংশ নারীরা বাঘ বিধবা, স্বামী পরিত্যক্তা, স্বামী ফেলে যাওয়া ও অসহায় নারী।

খোলপেটুয়া নদীতে বাগদা রেনু আহরণ করে জীবিকা নির্বাহ করা গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের কদবানু জানান, তার ২টা কন্যা সন্তান হওয়ার পর তার স্বামী তাকে রেখে অন্য একটা বিয়ে করে কোথায় চলে গেছে তার আজও কোন খোঁজ মেলেনি। আজ ৭ বছর নদীতে নেট জাল টেনে বাগদার রেণু ধরে তা বিক্রি করে কোন রকমে বেঁচে আছি। মেয়ে ২টা নিয়ে বাবার ভিটায় ঠাই পেয়েছি।

চুনা নদীতে নেটজাল টেনে কোন রকমে জীবিকা নির্বাহ করা বাঘ বিধবা আমেনা খাতুন জানান, বিগত ১০ বছর পূর্বে তার স্বামী সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হয়। সেই থেকে নদীতে নেট জাল টেনে ৩টা বাচ্চা নিয়ে কোন রকমে বেঁচে আছি। বর্তমানে একটি ছেলে একটু আয় রোজগার করতে শিখেছে। বর্তমানে দুই বেলা দু মুঠো খেতে পারছি। তবে এখনো নদীতে জালটানা বন্ধ করতে পারেনি।

রমজাননগর ইউনিয়নের দীপ বিশিষ্ট গোলা খালীর পারে বসবাসরত মাধবী রানী জানান, তার স্বামীর একা আয়ে ৫ জনের সংসার চলেনা তাই নদীতে জাল টেনে যে কয় টাকা পাই উহাতে স্বামীর অনেক উপকার আসে।

উল্লেখ্য সুন্দরবন পশ্চিম জোন সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশন বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক থেকে সুন্দরবনের মধ্যে বাগদার রেনু আহরণের পারমিট বন্ধ হওয়ায় বর্তমানে সুন্দরবন উপকূলীয় লোকালয়ে নদীগুলোতে বাগদার রেনু আহরণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com