বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ এবার গোপালগঞ্জের ইউএনও’র গাড়িবহরে হা’ম’লা এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল ছাত্রলীগ তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ শ্যামনগরে ব’জ্র’পা’তে মৎস্যচাষী নি’হ’ত

পাকিস্তান সুপার লীগের ড্রাফটে মুস্তাফিজের নাম

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নিজের নাম নিবন্ধন করেছেন। এবার আইপিএলের সময়ে চলবে পিএসএল এবং আইপিএলে মুস্তাফিজ অবিক্রীত থাকায় তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হতে পারে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
গত কয়েক বছরে দারুণ পারফরম্যান্সে আইপিএলে নিয়মিত মুখে পরিণত হয়ে গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলের আসন্ন আসরে দেখা যাচ্ছে না তাকে। আইপিএলের নিলাম থেকে ফিজকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দল। বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারও দল পাননি আইপিএলে। ফলে আইপিএলের আসন্ন মৌসুম নিয়ে বাংলাদেশিদের মাঝে আগ্রহ কিছুটা কমই থাকবে।
পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমটি আইপিএলের সময়সূচির সঙ্গে মিল রেখে আয়োজন করা হবে। ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ। মুস্তাফিজের মতো অভিজ্ঞ এবং কার্যকরী বোলারের প্রতি পিএসএলের দলগুলোর আগ্রহ থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
আইপিএলে যেহেতু ফিজ দল পাননি এবং বিশ্ব ক্রিকেটে বেশ খ্যাতি রয়েছে ফিজের, সেক্ষেত্রে পিএসএলের যেকোনো দলের জন্যই বেশ ভালো পছন্দ হতে পারেন তিনি। এছাড়া আইপিএল চলার সময়ে আন্তর্জাতিক সিরিজও প্রায় থাকে না বললেই চলে। বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত থাকেন আইপিএলে। যেহেতু আইপিএলে মুস্তাফিজ নেই, সুযোগটা তাই লুফে নিতে পারে পিএসএলের যেকোনো দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পিএসএলে খেলার জন্য এনওসি পেলে, মোস্তাফিজের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করলে, তার প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আরও বাড়বে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং এরপর পিএসএল মাঠে গড়াবে।
আইপিএলের সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালসের জার্সিতে আইপিএল মাতিয়েছেন ফিজ। এখন দেখার বিষয়, পিএসএলে তার কোনো দল তাকে সুযোগ দেয় কি না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com