admin
- ২৫ ডিসেম্বর, ২০২৪ / ১২৬ Time View
অনলাইন ডেস্ক: কাজাখস্তানের আকতাউ শহরের কাছে ১১০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ বার্তাসংস্থা রয়টার্স।
মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটিত ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। এ পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে ৩ জনকে।
রুশ সংবাদ সংস্থার তথ্যানুসারে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়।
আজারবাইজান এয়ারলাইন্স থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানে ১১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য। তবে রয়টার্স এই তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি।