সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘দলিত’ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও উদ্বুদ্ধকরন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ ডিসেম্বর) শহরের কলেজমোড়ে সরদার প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমূলক বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির গেড অব প্রোগ্রাম উত্তম কুমার দাস। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম।
সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় তিনশো শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন তুলে দেয়া হয়। এছাড়া দলিত জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ‘দলিত’ এর প্রকল্প কর্মকর্তা মোসা: আনজুমান আরা, সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: আল মুস্তাসিম বিল্লাহ, অধ্যাপক মো: আাসাদুল হক, প্রভাষক সাধন কুমার সরদার, মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন কুমার ঘোষ, ‘দলিত’ এর মোবিলাইজার সুজন দাস ও নিকোলাস মিস্ত্রী প্রমুখ।