শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

শ্যামনগরে ‘ভাব’-কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ

এসএম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, কাঁঠালবাড়ী এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম, কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষক আসমাউল হুসনা সহ প্রমুখ।

গত ২২ ডিসেম্বর প্রশিক্ষণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ‘ভাব’এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী ডিরেক্টর আব্দুল আলিম খান প্রমূখ উপস্থিত ছিলেন।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণে শ্যামনগরের ১৫টি মাদ্রাসা ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার এম.এম. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, কম্পিউটার প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রতিষ্ঠানের একাডেমিক সব কার্যক্রম সফলভাবে করতে পারবেন শিক্ষকরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com